কি বিস্ময়কর এই সৃষ্টি জগত !
ক্ষুদ্র অনুসন্ধানী মগজ হন্যে হয়ে ছুটে বেড়ায়
দিক-বি দিক তার পরিচয় অনুভবে ।
সত্তা বেহায়া ভীষণ ব্যর্থ হয়েও স্থির হতে চায় না ।
হৃদপিণ্ডের আর্তনাদ মহাকাল অবধি অব্যাহত থাকুক,
এই ব্যর্থ হওয়ার অসুখ ।
আচ্ছা , ওই আঁকাস টা আলিঙ্গনের আকাঙ্ক্ষা জাগিয়ে এমন স্পর্শহীন সুদূরে থাকে ক্যান ?
স্রষ্টা , তার সৃষ্টির মাঝে যে প্রেম লুকায়িত রেখেছে
তার অদৃশ্য স্পর্শ পাইতে গেলে জগত সংসার এমন
ছারখার হয় ক্যান ?
ওই প্রেম আহরণের আকাঙ্ক্ষা অস্থির করে ক্যান ?
যদি , সৃষ্টির এই প্রেম শুধা পান করার আগে মহা-কালের
সাথে সাক্ষাৎ হয়ে যায় ।
তোমরা এই রহস্যময় , বিস্ময় কর প্রকৃতিকে জানিয়ে দিয়ো ,
আমার প্রেমে ব্যর্থতার কোনো কমতি ছিল না ।
জানিয়ে দিয়ো এই সৃষ্টি-জগতের মাঝে যেই সত্তা সব চেয়ে বেশী ভালো-বাসতো সে আমাকে গ্রেফতার করে নিয়েছে !
সময় চুরির অপরাধে !
-অপ্রকাশিত কাব্যগ্রন্থ মহাকাল থেকে