এ ধরিত্রীর শৃঙ্খলিত কায়ার পেছনে ঊশৃংখল অবয়বও রয় গোপন ।
এ সত্তার মতো।
হে পৃথিবী আর কতবার জন্ম নেবে এই অপরিবর্তিত সত্তা।
জন্মাতে জন্মাতে ক্লান্ত ভীষণ।
কবে হবে সেই জন্ম,
যে জন্ম শেষে আর জন্ম হয় না।

-কবিতা অংশ