আপনারে না পাওয়া এক ছন্নছাড়া,
আপন খুঁজে জগৎ সংসার মাতোয়ারা।
নিভে যাওয়া প্রদিপের ধূসর ধোঁয়া বলিলো,
কালের সিন্ধুর ওই পাড়েতে পাবে তোমার দেখা।
সময় এর স্রোতে তরনি ভাসায়ে দিলাম পাল তুলিয়া।
হঠাৎ এজে মাঝ দরিয়া তরনিতে মাঝি হারা
ক্যমনে দিবো পারি বৈঠা ছাড়া,
তরনিও গতি হারা।
সময় কোথায় তুমি তরি বেশে দাও না পার করিয়া,
আমার যে ভীষণ তারা মহাকাল দিচ্ছে পাহারা।
-অপ্রকাশিত কাব্য গ্রন্থ মহাকাল থেকে