উচ্ছ্বাস থেমে যায়,
নগরী নীরব হয়,
আততায়ী কোন বাতাসের আক্রমণে
ক্ষতবিক্ষত হয়  ।  
থেমে যায় কিছু গল্প ,
উড়ে যায় আহত কিছু কবিতার পাতার পুড়ে যাওয়া ছাই ।
এ নগরী  লগ্নভ্রষ্টা ,
উলঙ্গ দেহে ঘুরে বেড়ায় ,
জন্ম দেয় এক বেজন্মা সন্তান ।
যে সন্তানের চোখের জল আগ্নেয়গিরির লার্ভা ।
যে সন্তানের আত্মচিৎকারে প্রকম্পিত হয় ভূমী ।
যে সন্তানের প্রিয় খাবার মাতৃ দেহের নীল বর্ণের রক্ত ।
নগরী নিজেকে ধ্বংস করে মাতৃতের কর্তব্য অবসান করে যায় ।
নগরীর বীভৎসতা দেখে
অন্তরীক্ষের দৃষ্টি পতন, মেঘেদের ক্রন্দন, জলকনিকা বর্ষণ।
বাতাসের গর্জন,  প্রচণ্ড জলোচ্ছ্বাস ।
অ-নবিন সন্তানের অকাল মৃত্যু ,
প্রলয় শেষে নগরী আবার নীরব হয় ।
হয়তো নতুন কোন নগরী প্রহরে নতুন কোন শিশুর জন্ম হবে আবার ।

-অপ্রকাশিত কাব্যগ্রন্থ মহাকাল থেকে