অদৃশ্য থেকে গম্ভীর শব্দে প্রশ্ন কে তুই?
বিস্মিত হাসি,
আবার,
কে তুই?
আমি আফিমের চেও তীব্র ,
আমি দিবারাত্রির মিলন শেষে
সন্ধ্যা আঁকাশে স্মৃতি ধ্বংস স্তূপে দাড়িয়ে থাকা অপূর্ণ নিশাকান্ত ।
আমি পূর্ণ ছায়ার পেছনে অপূর্ণ কায়া,
এক পৃথিবী মায়া।
আমি কল্লোলিত সিন্ধুর অশান্ত গর্জন,
আমি মহীধরের হৃদস্পন্দন ,
আমি জলধরের আঘাতে সৃষ্ট বজ্র।
আমি বর্ষন শেষে স্নিগ্ধ বাতাসে আসক্ত মায়াবি ক্রন্দন।
আমি,, ধরিত্রির মোহ!!
-অপ্রকাশিত কাব্য গ্রন্থ মহাকাল থেকে