ফিরিয়া আসিবো বহু রুপে।
ওহে ভুবনমোহিনী,
আবারও প্রেমেতে হারাবো
তোমাতে বাঁধিব প্রান।
স্পর্শে পুড়িয়া অঙ্গার হইবো,
প্রেমেতে জ্বলিয়া গাইবো গান।
তোমাতে বাধিলে যদি দাও ফিরায়ে
নিস্ব হবে মমপ্রান।
-গোলাম রাব্বী