দুরের আকাশে গোধুলি লগ্নে,
স্বপনে দুটি চোখ মোহ মায়ার ডাকে দিতে সারা।
যখন সত্তা আপন হারা।
এ পৃথিবীর ছায়ার গান শুনে সত্তা দূষণ।
এক পৃথিবী মৌনতা বিসর্জন।
কি দুর্লভ সে জাগরণ,
জাগরিত সত্তায় ছুড়ে ছিলো প্রশ্ন?
হে বসুমতী তুমি কি এনে দিতে পারো সেই পুষ্প যার সুবাস করেছে লাভ অমরত্ব ।
গম্ভীর হেসে উত্তর,
এ সৃষ্টিতে কোনো অমরত্ব নাই '
এ সৃষ্টির সৃষ্টি হয়েছে ধংস্ব হওয়ার জন্য।
-গোলাম রাব্বী (অপ্রকাশিত কাব্যগ্রন্থ মহাকাল থেকে)