দেয়ালের ওপারে গন্তব্য দৃষ্টিতে ভবিতব্য ,
এ পারে বসে এক পাপি তার ঠোটে ভর করেছে অসুর্য স্পর্শা হাসি।
হাসিতে রাশি-রাশি কাব্যে ভাসি।
কাব্য কথা কয় যে কথায় বিষাদের ঢেউ বয়...
ধুলি মাখা স্বপনো, বেদনা রয় গোপোনও,
স্বপনো ভগনো কিসেতে মগনো,
অক্ষত বেদনা করে হৃদয় ক্ষতবিক্ষত,
এক অর্ধ রজনীতে অচেনা নিশাচর বিষাদের গান তোলে,
ছায়া ছায়া অন্ধকারে বাতাসে মরিচিকার গন্ধ ভাসে।
পাবো কি তারে খুঁজেছি যে আপনারে।।
-অপ্রকাশিত কাব্য গ্রন্থ "মহাকাল" থেকে