একটা অব্যক্ত করা নীরব দুর্বোধ্য হাসি,
পুড়ে যাওয়া মগজের আবরণে বন্দী ।
ঈষৎ কাব্যিক ।
প্রকৃতির দেয়া উপহার ইনসমনিয়া ভাবায়
কেনইবা ভাবি ।
অস্পর্শ চাদরের উষ্ণতা, ছুটি বোধয় সকাল বেলা ।
বন্দী থাকলে মুক্ত লাগে , মুক্ত থাকলে বন্দী ।
তারাদের ছুটোছুটি তে আঁকাসও সুন্দর ।
বাতাস করে অন্যমনস্ক !!!