প্রনয়ের তটিনী যখন বিষাদের উদকে পূর্ণ হবে।
আমাকে ডুবিও হে প্রনয়ের হ্রদ,
তোমার দেহের মাঝে,
তবুও তোমার দেহাংশে তৃষ্ণা দাও মিটিয়ে।
তারপর আমি তোমার।
আমাকে গ্রাস করো কোন এক পুর্ণবতীচন্দ্রিমা  রজনীতে।
যেন ক্ষতবিক্ষত মুখ ছবির দর্শনে চন্দ্রিমা আলোক বর্ণের পরিবর্তন ঘটে।
যেন নিশাচর বিষাদের গান তোলে।
যেন সকল ধূমকেতুর দিক  পরিবর্তন ঘটে।
যদি এ দেহের তীব্রতায় পাকস্থলী পুড়ে ছারখার হয়
তবে বুঝে নিও তোমার উদকে সান্ত্বনয় এ তৃষ্ণার্থ হৃদয়।
আমাকে ডুবিও হে প্রনয়ের হ্রদ।

-অপ্রকাশিত কাব্যগ্রন্থ মহাকাল থেকে