মহা শূন্যে বাড়িয়ে দিয়ে হাত ,
মৃত উষ্ণতা উপহার।
উদ্দেশ্যহীন মিছিলে পাথরের ফুল হাতে সারা রাত,
আজকে সময় অবাধ্য প্রণয় খুঁজে বেড়ায় বাড়িয়ে দিয়ে হাত ।
এক অভিশপ্ত মেঘ বৃষ্টি ঝরায় ,
ঝরো হাওয়াও পাথরে ফুলের সুবাস ছড়ায় ।
অন্তরীক্ষে আজ বিসর্জনের আয়োজন ,
তাই অন্ধকারের বোমা ক্ষেপণ ।
ধরিত্রীর সব আলোর বর্ণ তাই নীল,
নীল পদ্মের মতো নীল ।
সেই আলোতে হৃদয় পোড়ায় ,
আলো শেষে রাস্তা ফুরায়।
-অপ্রকাশিত কাব্যগ্রন্থ মহাকাল থেকে