ভালবাসা মনে যদি এলেই
তুমি অবুঝ কালে কেনো!

এলে না কেনো বয়স কালে
বুঝ যখন এলো!

ভালবাসা বেদনা, সময়সন্ধি,
হৃদয় করলো ক্ষত!

বুঝ এসেই বুঝলাম।
ভালবাসা নিন্দনীয়!