ফিরে আয় নীড়ে, সবাই আকাশ চেয়ে দেখে,
কি দেখ অপলক!
আকাশের ভিন্ন মেঘ, ডানা ছড়ে উড়ে, কারা যেন তাঁকিয়ে রয়!
কি যেন ধ্যান মাধুর্য।
ফিরে যাও নীড়ে বৃষ্টির ডরে, এই বুঝি ভিজাবে আষাড়ি জল ময়ূরাক্ষীরকূলে।
লাল'রশ্নি কেড়েছে মন, নয়ন কোণের হাসি,
তাহারা সব দেখে হয়েছে উদাসী।