শব্দ জ্ঞানের দাম্ভিকতার তুচ্ছ হয়েছি ততবার।
যতবার ঘনিয়ে এসেছে বইমেলার উপস্থিত!

-হ্যাঁ
শব্দগুলো আমিও সৃষ্টি করতাম, অব্যাহত আজও, তারা কেবলই আমার কাছে।

নামহীনতায় আমার লেখা লজ্জা অপ্রকাশ্যে! তারাসব আজ স্লোগান করে কবির খ্যাতি পেয়ে! দাঁত কেলিয়ে হাসে।

                

সাবধানতা-
যত বেশি উম্মাদ হবে, ততবেশি নিন্দনীয় প্রকাশ্যে বিবেচিত রবে

যা দ্বারা কর বল, যেন রাখ একদিন তোমার জ্ঞানের সমালোচনা হবে।

স্বইচ্ছায় একদিন বই মলাটে, আমার নাম রাখব শেষ পাতায়-
তোমরা আজ সাক্ষী রইলে।