নিরুদ্দেশ, নিদ্রার যাত্রায় আহত শরীর
বড্ড কাতর।
চাঁদের আলো রোজ দেখি,
আঁধার কালো জোস্না তারা সব হাসে।
আজ দেখব না
চাঁদ আলো মেঘ ঘর্ষণ,
সারি সারি ঘোরে ঘেষ
সরে গিয়ে চাঁদ ভাসে,
তারা থাক বিছিয়ে আকাশের বুকে,
তারা গুলো জেগে থাকে
চাঁদের সুখে।
আমি আচ্ছন্ন নিথর পড়ে রব
বিছানায় লুটে,
আজ নিদ্রা পেয়েছে নয়ন জ্যোতি,
লোভ বিশ্রাম শরীর জুড়ে।