রোজ সকাল সৃষ্টি চোখে
আলোর মিছিল করি
ভোর প্রান্তে।

দিগন্ত,
চোখের পলকে এঁকে যাই নতুন দিগন্ত, আমি জাগ্রত
প্রহরী।

আমি সবার প্রথম মিছিল করি
ভোর হওয়ার আগে,
আমি সবার প্রথম জাগ্রত হই মসজিদ যাওয়ার তরে।

আমি কত-কলরব শব্দ বুনে স্বপ্ন ভেবে রাত্রি করি
পার,
ভোর তো আমার চোখের কাছেই নিত্য নতুন শুনি পাখির কণ্ঠে গান।