অধুলে মুগ্ধতা মুক্তদানার উসাহিত হাসি, প্রেমে পড়ে গেছি তোমার রেশমির অগোছালো চুলে।
এত মায়া! বিচলিত করে দিলো আমায়,
এক মুহূর্তে যেন পলক ফেলি না তোমার দিকে থাকি চেয়ে।
এত মায়া মুখে!
এক-চিমটে হাসি আধো আলো পরে গেছে, যেন সূর্য্যের আলোক উজ্জ্বলতা তোমার দৃষ্টি পানে।
তুমি এক উজ্জ্বল নক্ষত্র, ঝড়ে পরে সকল ক্লান্তি তোমার হাসিময় মুখের গ্লানিতে।

প্রিয়ত্ব
---------------------
নীল শাড়িতে লাগছে বেশ, ছুয়ার উষ্নতা, অপেক্ষাতে দীর্ঘকাল যেন তৃষ্না মিঠে না.......
ছুঁয়ে যাওয়ার প্লাবনতা, অকুল করে হৃদয়ে শিহরণ! এত কাছে থাক তবুও ভালবাসার পিপাসা ঠুকনো অধীরে অপেক্ষা।
কে দিয়েছে বেঁধে হাতে স্বর্ণের চুরি, নিত্য দুলে খেলছে দেখো তোমার কানের দুল-দুটি,
এত মুক্ত! উজ্জ্বলতা। তোমার মুখমন্ডলে তার প্রকাশ, আমার হৃদয়টাকে করলো ঘায়েল তোমায় ধরতে আছে কি মানা?
ইচ্ছা করে ছুঁয়ে দেখি তোমার রেশমির আবেশ, পরোগ করে দেখবো,
তোমাকে ছুঁয়ে দেখার বাড়ছে তীব্র ইচ্ছা বাসনা।