পাগলের প্রলাপ
---------------------------------
এ পৃথিবী আমার,
আমার মত অস্বাধীন সব দুয়ার।
রাস্তার অলিগলি,
নগর অবাধ যেতে নেই কোথাও মানা, আমি স্বাধীন দু পায়ে হাঁটতে ব্যাকুল, গন্তব্য নেই জানা।
সবে লোকে পাগল বলে, বুঝি না তাদের ভাষা, আমি স্মৃতিশক্তি হারা!
পাগল কি?
জানা নেই আমার জ্ঞানে, বলে বলুক সব লোকে, আমি তো পাগল বটে।
তীব্র ক্ষুধায় পেট ব্যথা, যন্ত্রণায় কুঁকড়ে উঠি,
একমুঠো ভাত কি গো?
কি আছে তার স্বাদ?
আমি জানি না, পেটে পরে নি ভাত বহুকাল।
অন্যের দুয়ারে খাদ্য চাইতে কণ্ঠ ফুটে না,
এক মুঠ ভাত দে,
আমার বড্ড ক্ষুধায় পেট জ্বলে,
কৃমি গুলো উৎপেতে আছে।
হাঁটতে হাঁটতে নগর থেকে যত সব অলিগলি, আমার সব চেনা, আমার বাসস্থান।
নগরীতে হেঁটে যায়, কত মানুষের আনাগোনা, কোথায় আমার প্রিয়া?
মুখটা আজ অচেনা, শত মানুষের ভিড়ে।
দেখি না কত কাল প্রিয়ার মুখ
আমার মধ্যে নেই আমি, যার কারণে আমি আজ পাগল।