মন বাজার হতে, এই ত দুদিন আগেই একটা মন কিনে নিলাম। নতুন মনের নাম অসুখ

ভাল মনের প্রতিদ্বন্দ্বী, বেশ চলে মনে মনের ঘর্ষণ, অসুখ মন দুর্দান্ত চালু, নাস্তা নাবুদ।

অসুখ মনের বড্ড প্রভাব, নতুন হৃদয় পেয়ে, বেশ চলচ্ছে মনের মধ্যে খারাপ সময় দিয়ে।

অ-সুখ
বিশ টাকা ছিল মূল্য তাহার
ক্রয় করি ওরে।

বাড়ি ফিরে মন খুলে জায়গা দিলাম
তারে।

বিশ টাকা দামের ক্রয় করা
ছোট্ট একটা মন।

কাজ তাহার নশত টাকার কি সুখ!
জব্বর জব্বর।

আজকাল আমি ভীষণ ভাল
অতীত মনের রদে
নতুন পেয়ে ভুলে গেছি স্মৃতির জং সবে।

কান্দন পীড়ন বাড়ছে এখন নতুন উদ্যানে
অতীত শুধুই ময়লা জমেছে, অসুখ বলছে সবক্ষনে।