একটা শব্দের প্রকট!
কানে তরঙ্গ হয়ে বেঁজে উঠল,
কে আপনি?
হইচই নানান কথা রাশি হাসালো মন করলো উতলা,
কে আপনি!
কে আপনি ওপারে বিচলিত কথায় মুখরিত করে যাচ্ছেন কথার ছলে আমাকে,
নাম না জানা অপরিচিতা।
অনন্ত চেনা কণ্ঠস্বর
কবে যেন শুনেছি এর আগে,
এ কণ্ঠ চেনা পরিচিত মনে হয়।
তবুও নাম না জানা সে,
কে আপনি?
কে আপনি মুগ্ধকর হাসিতে ওদিকে বলছেন কথা মুঠোফোন দ্বারা,
অধীরে ব্যাকুল মন আমার,
শুনতে চায় পরিচয়
ওদিকে কে বলছে হাসি দ্বারা মুগ্ধকর কথা।
কে আপনি?