আমি কত রাত্রি জেগেছি,
বেঁধেছে চোখে ব্যথা।
আমি শত রাত্রি জেগেছি দেখেছি সূর্য অস্ত উঠা।
আমি কবু ঘুম থেকে উঠে দেখি নি ভোরের আলো।
আমি কত রাত জেগে প্রহর গড়েছি সকাল করেছি চোখে স্পষ্ট।
ওই ভোরে কাকের ডাক পাখিরা গাইছে সকাল হলেই, আমি দেখি শত পাখি ডানা মেলে উড়ে আকাশের বুকে যাচ্ছে দূর দূরান্ত।
আমার চোখে বেঁধেছে ব্যথা, তবুও ঘুমাই নি, সকাল হলে ভাববো নতুন সূচনা।
আমি দেখেছি সূর্যের তীব্র আলো একটু একটু করে আলোকিত হয়ে যাওয়া পৃথিবী।
আমি কত রাত জেগে দেখেছি সকালের প্রকৃতি, কলি থেকে ফুল ফুটা।
শীতল বাতাস, কখনো গরম, দমকা হওয়ায় বৃষ্টি। আমি দেখেছি প্রকৃতি গাছ থেকে জীবন্ত কাঁচা পাতার মৃত্যু বরণ।
আমি দীর্ঘকাল ঘুমাই নি, চোখে এঁকেছি ব্যথা, পাখির ছন্দ কিচির মিচির ডাক শুনতে পাই ভোর বেলা।
এমনি করে কত কাল জেগে করেছি গত, দেখছি ভোরের সকাল গুলো।