স্বপ্ন ছিল পাব তোকে
হৃদয় খুলে হাত বাড়ালে

প্রকাশ হল আঁখির ঠোঁটে
বৃষ্টি এল হৃদয় কূলে।

জীবন স্রোতে পড়ল ঢাকা
হৃদয় কূলে আমি একলা একা।

আমার ছায়ায় তোমার কায়া
কেউ জানে না আমি ছাড়া।

সবই চলে সময় তালে
তবু কথায় যেন নেই কিছু,
সময় ঘড়ি বন্ধ হয়ে,
আমার কাধে দুঃখেকের নদী।

নিথর একা
তাই তো আজ আমি অন্ধকারে ঢাকা।

জীবন নামের স্রোতের খেলা,
ভাসবে আমার স্বপ্ন বেলা।

ছেড়ে যাবে হৃদয় আমার,
আত্মার সাথে জীবন গাঁথা।

থাকবে না যখন আমার জীবন
ভাসিয়ে দিও তখন আমার দেহ।

আলো হবে ধূসর মেঘ, পৃথিবী অন্ধকার!
আমার জীবন রইবে পরে ওপারে যাওয়ার।