জানি ভালবাসা কমে গেছে দূরত্ব বেড়ে গেছে।
ভাল লাগে আর নেই,
বেড়ে গেছে স্পেস।

মিথ্যে আশা বুনছে মন
হয়ত সময় ঘুড়বে
আবার সে কথায় ফিরবে।
ডাকছে না সে,
বলছে না কথা! একি অভিমান!
যায় যাক এমনি করে সময়,
থাক-না অভিমান।

ভাল লাগা নেই বুঝি আর প্রকাশ উদয় করে!
ভাল লাগার সর্দি ধরেছে, বুক গেছে তার জমে।

বেশ বেশ, থাক তবে থাক,
বলবো না আর কথা।
হোক ভাল লাগার মৃত্যু এই রাত্রি বেলা।

ডাকবে না আর পিঁছু,
শুনবো না আর আমি, ভাবে ভাব বাড়ুক অভিমান, জমা হয়ে থাক বৃহৎ

আই নোট মিস ইউ. বাট, আই ডু ফিল মি এলোন