যেদিন সব শূন্যতা আমাকে ঘিরে নিবে
সেদিন তুমি থাকবে না আমার পাশে।

নির্জন প্রকৃতির দিকে চেয়ে থাকবো। পৃথিবী কেবল আমার কাছে প্রশ্নের কেন্দ্র হবে।

অথচ আমার পাশে কোন মানুষ থাকবে না। সেদিন আমি পুরোপুরি একা হয়ে যাবো আকাশ তাঁকিয়ে