মনের দোষ নেই, ইচ্ছা তো শরীর জুড়ে,
যেন আজ ধর্ষক হই।
কামুকতা- কামনার আগুন যেন মন পুরে ছাই, শরীরের এত চাহিদা মনও দিয়েছে সাই।
না হয় আজ ধর্ষক হলাম,
কামনায় তুমিও আগুন, জল পাবে কই?
নিজেকে নিভাতে পারবে? আমি ছাড়া ঐ-
থাক
আয়নায় দেখেছি নিজেকে রোজ, আমি সুন্দর নই, এটাই বাহানা তোমার, দূরে সরে দিয়েছো ঐ-
যাক
ভাল থাক আগুন, জল পাহাড়ের সই, নিভালে মনের আগুন তৃপ্তি পাবে ঐ-
আমি নিপাত যাক, জল স্রোতে ভাসবো সই।