ক্ষুদ ক্ষুদ আধ,
কিংশুক বাত,
মুখে সূচক বল।

বর্ণাঢ্য বাঁধ,
বন্যা ভাঙ্গন চোখের ক্ষয়,
কি ময়ূরাক্ষী তুমি দিলে হায়!

স্রোতের ধর বইতে নাও,
দেহ তলায় চোখের জলে।

ভাবি যত ততই ক্ষয়,
চোখে নিমিষেই বয়।
কি ময়ূরাক্ষী তুমি দিলে হায়!!