এক আকাশ ভালবাসা দিলাম,
কাল সূর্য উদয়ে
পায়রার মত উড়ে দিব
তোমার কথা মনে করে।
ভালবাসার নীল খামে,
একটা চিঠি লিখেছি।
সেখানে অল্প লেখাতে জানতে চেয়েছি,
তুমি কি আমায় ভালবাস?
আমি কিন্তু তোমাকে অনেক ভালবাসি।
তোমার থেকেও
একটু বেশি।
তোমার উত্তরটি আমি আজও পাইনি!!