বুঝতে পারবো না!
আমাকেও বুঝতে এসো না।

তোমার বুঝে তুমি জ্ঞানী,
অজ্ঞানী আমিও নই।

নত হই বার বার,
খুঁজে পাও দুর্বলতা!!

একবার ভেবে দেখিও,
তোমার থেকে অধিক কঠিন আমিও হতে পারি,
আমার জ্ঞানেও আছে সব জানা।

নেহাৎ ভালবাসি বলে দুর্বলতা ভেবো না,
আমিও কঠিন হতে জানি।

আমাকে জীবনেও বুঝতে পারবে না, তোমার শত জ্ঞান দ্বারা।