রাত আমার কাছে অতি অল্প
ঘুমাই যখন,
দুচোখ থাকে বন্ধ।
চোখ খুললে দেখি, সকাল নয় দুপুর পেরিয়ে গেল!
এভাবেই চলছে জীবন।
মা বকে, বাবাও বকে, বকে চাচা চাচী,
আমি নাকি অকর্মী।
আমি হিসাব জানা মূর্খ অলস,
দিনে ঘুমাই, রাত জেগে থাকি, আমি আবার ব্যস্ত দেখাই।
অসহ্য! অবহেলার শেষ নেই, আমি বকা খাওয়ার পাত্র,
বেকার।
জীবনকে খুব অসহ্য লাগে, আমি কি মানব যন্ত্র! আমার স্বাধীনতা নাই?
করি বিদ্রোহ অজ্ঞানীর মত! আমি নই ত অলস, বেকার যুবক।
কাজ না পারিলে বলে অলস!
সেটা কি পদবি?
সবাই হাসে, যেজন আমায় এই নাম ধরে ডাকে, আমিই নাকি বেকার অকর্মী।
এটা কি আমার স্থায়ী পদবি?
আমি নাকি বেকার অলস, সবাই তা বলে।