ভালবাসার বাঁধ
ভেঙ্গে ধরেছে হাত
বাংলা কবিতায়।
বেঁধেছি বাঁধন
ওহে আমরা সকল নব-নবীন মিত্র।
ছন্দ পিষিয়ে গন্ধ তুলি,
লিখি শব্দ পাতায়
নাম রাখি কবিতা, বিষয় করি ভাগ
বাংলা কবিতায়।
সচ্ছলতার চক্ষুভেদ আমরাই করি আক্রমণ,
কলমের কালি করি দ্বার,
কবিতা লিখি শতবার।
লেখার মাঝেই উদাহরণ
আমরাই করি পোষণ,
সৃষ্টি বাংলা কবিতায়, কবিতা হয় উম্মুক্ত পোষণ।