কারো অপেক্ষায় নির্ঘুম চোখ
মিটি মিটি জ্বলে,
কারো অপেক্ষায় দীর্ঘ সময়
ঘড়ির কাটা এমনি করেই বয়ে।

কথা ছিল হবে প্রেম,
প্রেমিক ছিল বসে!

প্রেমিকা উধাও অসুস্থতায়
শুয়ে গুমরে গুমরে মরে!

ঘড়ির কাটা চলছে
টিক টিক টিক
প্রেমিকটা হতবাক হয়ে
চিন্তায় নুয়ে পরে।

চোখ গুলো জ্বলতে জ্বলতে মাথায় বেঁধেছে প্রচণ্ড ব্যথা,
প্রেমিক ছেলেটি এখন
নীরবে ঘুমিয়ে পড়ে।