চলি পথ.. চলি আমি
একা একাই পথ চলি ...দীর্ঘ কঠিন পথ
প্রখর সূর্যতাপ করে দগ্ধ ,
খুশি হয়ে উঠি আমি ..চামড়া ট্যান হচ্ছে আমার
ভিটামিন ডি তে ভরে উঠছে দেহ ।
আবার যখন ঝরতে থাকে বৃষ্টি মুষলধারে
মুখের হাসি নেভেনা আমার..ভিজে যাই
দেহের ময়লা হচ্ছে পরিষ্কার ..এমন কি পোশাকও
স্নিগ্ধ সতেজ হবে দেহ ..আহা ।
ক্ষুধার কাতর হয় দেহ ..ভাবি মেদের বারটা বাজুক না,
তৃষ্ণায় ক্লান্ত অবসন্ন হলেও আশ্বস্ত হই
...কষ্ট সহিষ্ণু হচ্ছি আমি ।
হোঁচট খেয়ে পড়ে যাই.. পড়ে যাই হুমড়ি খেয়ে
হেসে উঠি আনন্দে ...শরীর চর্চা ভালই হচ্ছে
সুস্বাস্থ্য নিশ্চিত ।
উঠে আবার হাটা ধরি বা হামাগুড়ি দেই
হ্যা, তৃপ্তির সাথেই চলতে থাকি অসীম পথে
বিনা মূল্যে প্রাপ্ত অর্জনের বিশাল বোঝা কাঁধে নিয়ে ।।