আমিও দেখেছিলাম একটা স্বপ্ন
স্বপ্নটা ছিল দুই কালারের ।
চার কালারের দামি স্বপ্ন দেখা তো আমার মানায়না
আর ওটা দেখার সামর্থ্যও তো নেই ।
বিজ্ঞানীরা বলেছিলেন স্বপ্নের নাকি কোন রং হয়না ,
আমিও তো তা মেনেই নিয়েছিলাম
সাদাকালই দেখতাম সব সময় ।
ভুল ভাঙলো আমার অচিরেই
বড় ভুল ছিলো আমার বিশ্বাসে.. জানায় ,
কতজনে কত রঙ্গের স্বপ্ন দেখছে প্রতিদিন
মালটি কালার স্বপ্নের কথা শুনে তো আমি মুগ্ধ হই ,
দেখতেও পাই তারা খেলছে রঙ্গিন স্বপ্ন নিয়ে
স্বপ্ন পুরণের দরকার হয়না তাদের
দেখার সাথে সাথেই খেলা যায়..যায় উপভোগ করা ।
আমিও একটা দেখে ফেললাম কিভাবে জানিনা
কম দামি দুই কালারের স্বপ্ন ,
ভুল হলো আমার ...সে স্বপ্নটাও গেলো মুছে ।
.
পরে জেনেছিলাম ওই স্বপ্নটার ডেট এক্সপায়ার ছিলো । ।