জলার ধারে বেড়ে ওঠা নাম না জানা আগাছার ভীর
ছন্দহীন বাতাসে দুলছে নীরবে ,
একটা দুটো লাজুক জলচর পাখি হেটে চলে আড়ালে
উপরের আকাশে এখনো লালচে মেঘের রাজত্ব
বৃষ্টির শেষ ফোঁটাটিও ঝরে গেছে জলজ ভূমির বুকে,
পানাপাতাগুলো এখনও ধরে রেখেছে কিছু স্ফটিক বিন্দু
..কোন গভীর ভালোবাসায় ।
দিগন্তে লাল বিদায়ী সূর্য রয়েছে মেঘের আড়ালে
হয়তো শেষবার মুখ দেখানোর অপেক্ষায় ।
কালচে পানির উপর আন্দোলন ওঠে
জানান দেয় মাছেদের হুটোপুটি ।
সময় বয়ে যায় .. নামে আধার ..ঝিঁঝিঁ পোকারা উঠে ডেকে
জোনাকির আলো তৈরি করে ফেলে এক আধিভৌতিকতা ,
বিচিত্র শব্দ প্রতিধ্বনিত করতে থাকে চারিদিক ।
.
কাছেই কোথাও চিৎকার ওঠে...নারী কণ্ঠের আর্ত চিৎকার
থেমে যায় ঝিঝি পোকা..থেমে যায় বিচিত্র শব্দ ।
পুরুষ কণ্ঠের হুঙ্কার উঠে বেব্জে ,
আবার কোমল কণ্ঠের করুন আর্তচিৎকারে খান খান হয় চারিদিক
সহসা নিস্তব্ধ হয় চারিপাশ,
অপেক্ষমাণ ঝিঁঝিঁ পোকারা আবার উঠে ডেকে
বেজে উঠে আবার বিচিত্র শব্দগুলোও ।