মোম বাতিটার আগুন ছোট মিট মিটিয়ে জ্বলে
মোমটা অতি নরম যে তাই যায় যে পড়ে গলে ,
চুলার আগুন জ্বলতে থাকে পায়না সে তো ছাড়া
তেলের আগুন সাপের মত করতে থাকে তাড়া ।
ভাটার আগুন ক্ষিপ্ত অতি রাখতে যে হয় বেঁধে
গান পাউডার নামের আগুন জ্বালায় লোকে সেধে ,
দাবানলের আগুন সে তো বন বাদারে ধরে
সব পুড়ে যায় ছাড়খাড় হয় কয়লা থাকে পড়ে,
ঘর বাড়ীতে আগুন লাগার অনেক আছে কারন
আগ্নেগিরির ছুটলে আগুন কাছেই থাকা বারণ ।
চিতার আগুন, মিলের আগুন, আগুন আছে কত
অনেক আগুন ধিক ধিকিয়ে জ্বলে তুষের মত ,
একটা আগুন আছে যেটা জ্বলছে হাজার বুকে
অজানা এই আগুনটা তো থাকতে দেয়না সুখে ।
.