আমাকে নেয়া হচ্ছে বধ্য ভূমিতে.. প্রহরী বেষ্টিত
আমকে বেঁধে নেয়া হয়েছে ।
আমি হাটছি..মাথা উঁচু করে হাটছি
যদিও তারা মাথা উঁচু রাখার জন্য চোখ রাঙাচ্ছে
আমার দৃঢ় পদক্ষেপে তারা ক্ষিপ্ত,
যুগের দৃষ্টি আমাকে দেখতে চায় এক নজর,
আমি দণ্ডিত হয়েছি .. চরম দণ্ডে ।
মঞ্চে আমাকে দেখে মহাকালের কোলাহল উল্লসিত
অবিচল আমি তাদেরকে অসহিস্নু করে তুলছি ,
তারা অস্থির উৎসাহে চিৎকার করছে
চারিদিকে উঠছে উল্লাস ..চিৎকার ধ্বনি,
আমি শেষ পরিনতিতে পৌছে যাচ্ছি
চারিদিকে চিৎকার ধ্বনি ছন্দবদ্ধ হয়ে পড়ছে
তারা মুষ্টি বদ্ধ হাত উচিয়ে বাতাসে ছন্দ তুলছে
তাদের কণ্ঠ তীব্র থেকে তীব্রতর হচ্ছে ছন্দে ছন্দে ।
আমার দৃষ্টি ঢেকে দেয়া হলো ,
আমি শুনতে পাচ্ছি সম্মিলিত বজ্র ধ্বনি
মহাকালের সেই বজ্র ধ্বনি
....ভ্রষ্ট..... ভ্রষ্ট..... ভ্রষ্ট.... ।
।