এর চেয়ে ভালো সন্ধি হোক
ভেতরের অবাক আত্মার সাথে
সংগ্রাম কে,যে সহজ লভ্য ভাবে
না পাওয়াকে অশ্রুতে গাঁথে।

এর থেকে বড় ভুল হবার আগেই
সব পাল্টে যাক,সব বদলে যাক
অতীত আততায়ী হয় সব সময়
আর আততায়ী খুনি নিজ স্বভাবে।

গুনীরাও জ্ঞান দোষে মরে শেষমেশ
মিশিন নীরবতার আগ্রাসনে
নিরবতা লাশের নিথর সন্মান বটে
শুধু কবর কিংবা শ্মশানে।

রোজ ক্রোধের মৃত্যু হোক বিলাসী
উড়ে যাক ফানুসে আলো হয়ে
সাদা বকের পালোক হোক বাহন
দূরে থাক,পরে থাক স্মৃতির মোহে।

দিনের কাঁটা বারেনি,বারবেও না
বিষাদের কাঁটা সাপের পাঁচ পা
অবসাদ বড্ড বেহুদা,বেওয়ারিশ
তাই নিজ দ্বায়িত্বেই আসে।

আলো কুয়াশার জেলে বন্দী
তাই বিবেকের দোচালা বৃষ্টি
তবুও আশা বাঁধি,ভেবে সুখ পাই
আসবে আলো নিয়ে,নতুন সৃষ্টি।