আমাকে কেউ ঘুম হাওলাত দেও
আমি ঘুমাতে চায় আবার
যা আছে সব বন্ধক নিয়ে যাও
তবু আমাকে ঘুম দিয়ে যাও।

হয় ঘুম দেও,নই দেও সেই শৈশব
দেও দাঁপিয়ে বেরানো  দুপুর
সাঁতরে সাঁতরে চোখ লাল করা
সেই কালো জলের দিঘি।
জোনাকি জ্বলা নিভু নিভু রাত দেও
দেও ঝিঁঝি পোকার ঝিঁ আবৃত্তি
তবেই ঘুম আসবে,আমি ঘুম যাবো।

ঘুম কি শারাবির?না রাস্তার পাগলের?
তোমরা কি রাস্তায় তাদের দেখ না?
কি সুখে,কতো নিরবে ঘুমায়
মাটিকে পালঙ্ক,আকাশকে মশারি ভেবে।

আমাকে সেই আকাশটা ফিরিয়ে দেও
দেও চাঁদ মাখানো রূপালী উঠাণ
আব্বার বাহুতে মাথা রাখতে চাই
গুনতে চাই বুনে থাকা তাঁরাদের
টিনের থালায় ধরতে চায় আকাশের
ছুটে পরা তাঁরাদের।

কেউ পাগলের ঘুম লুটে আনো
লুটে আনো শারাবির শরাব খানা
লোকে লুটেরা বলে বলুক
তবুও আমার ঘুম চায়
এক প্রহর ঘুমাতে চাই।