তুমি কে?
আমি পুরুষ,ব্যাকরণে পুমান,
লোকে বলে মদ্দা।
আমি কারও ছেলে,কারও বাবা,
কারও ভাই,কারও শরীরে পর্দা।
তুমি কি শুধুই হাসো?
জীবন্ত মৃত্যুরে করিয়াছি বরণ
আমি রহিম কখনো রাবণ।
আপনজনে দিতে আহার,নেই
রহিম অবতার।
কোলি-কালের রাবন আমি
তাই এমন হাসি তার।
তুমি কি ঘুমাও না?
স্বাক্ষী আধার চোখের কালি
ঘুম সে আমার চোখের বালি।
স্বজনে হাসিয়া নিন্দাইলে
আমার হয় নিশি পার।
তুমি কি মানুষ?
শুকনো আঁখি মৃত্তিকাই
জমে মেঘ অকারন,
দুই-এক ফোঁটা বৃষ্টি ঝরলে
করি আগামীর বীজ বপন,
একি...একি মানুষের আচারণ?
তুমি কে?
সৃষ্টির-কর্তা গড়িয়াছিলেন মানুষ
দিয়েছেন পুরুষের কাই
জোগান দ্বারের ভোগ জোটে না
পুরুষ,....আমি এতোটাই অসহায়!