বারে বারে যদি আসা না হয়
এই ক্ষয়ে যাওয়া জীবনই যদি
এই কালের শেষ হয়,
তবে আর স্বাধ নেই...স্বাধ নেই
এই লৌকে পুনরায় আসার
স্বাধ নেই মায়াই বাঁধার।

কবর,চিতা,কফিন এই যদি
আসল ঠিকানা হয়,তবে...তবে
নিদ্রার জন্য নরম কুসুনে
আটকে থেকে লাভ কি?

একি সময় ক্ষ্যাপন,একি গর্ভে
বেড়ে ওঠা,রক্তের বাঁধন
সেই প্রস্তুত ছরাতে হিংসার অনণ।

অপরিচিতাকে কালেমায় জুড়ে
প্রান দিয়ে আঁকড়ে থাকার
কোন মানে আছে কি?
যদি সঙ্গ সংকটে ভুগতে হয়।

রক্তের ফোঁটা দিয়ে যাকে আঁকলাম
সে যদি পাশে না হাঁটে
পিতৃ পরিচয় দিতে তার ঘোমটা লাগে
তবে কি লাভ,তাকে আলো দিয়ে।

পুড়িয়ে দেও যতো মায়ার বাঁধন
হারিয়ে যাও মাটির পরতে
তুমি কার?কে তোমার?
ঐই প্রশ্নের জানাজা পড়ে
বেরিয়ে পর নিজ খোঁজে।

ম-ম পুরুষ আত্মা বড়ই উৎশৃঙ্খল
বাঁধনের রশি যারে কশিতে অক্ষম
নিজেই হও নিজ সম্বল।

নিজেরে করেছে বন্টন ১২ ভাগে
অভাগার সব শেষ বুঝে ওঠার আগে
বুঝেও বোঝেনা...সে
তার কেউ নাই...কেউ নাই।