আজ জব্বার,বরকত,আসাদ,মিন্টুদের
পূণর-জন্ম হয়েছে ওই রাস্তার মোড়ে
কি চোখ রাঙ্গানিয়া গর্জণ!

হয়তো তাঁরা স্বপ্ন দেখেছে,নতুনের
প্রয়োজনের ও নিজ অধিকারের
করবেই সেটা তারা অর্জন।

বুলেট কেউ আজ হারতে দেখেছি
পার্কের ওই চার মোড়ে,
সাঈদ নামের এক পাগলে
বুলেট খেয়েছে গিলে!

এক ফালি উন্মাদ হাসি দেখলাম
দেখলাম ঝড়তে তাজা রক্ত
তান্ডবে মেতেছে কোমল মতিরা
তাই বাতাস আজ স্তব্ধ।

মৃত্যুকে তারা ভালবাসেছে
লাথি মারছে ক্ষমতার মসনদে
এলান করেছে নিজ বিজয়ের
রাজপথের ওই কসরতে।

তোমারা আসাদকে ভুলেছো
সালাম সেই বীর সন্তান কে
যার রক্তের চরম বেগে
আইয়ুব ডুবেছিলো নর্দমায়।

মিন্টুর নাম মনে আছে কি?
দেখেছো তাঁর দুই নয়ন!
মুষ্টি দিয়ে ঝড় তুলেছিলো
নিপাত গেছিলো স্বৈরাচার।

মনে থাকলে তাদের কথা
মৃত্যুর পুনরাবৃত্তি হতো না
ফুলগুলো সব তাজাই থাকতো
বুকে গুলি করতে পারতেনা।

ক্ষমতার ওই মসনদকে তুমি
ঢেকেছো মকমলি চাদরে,
মেধাবীদের করেছো গুলি
তবে,দেশ চালাবে কি বাঁদরে!

রাজপথ কখনোই বেইমানি করেনি
তার গাবাহ্ বিশ্ব ইতিহাস
দাবি মানো,মানতেই হবে
নইলে ফেলবে দীর্ঘশ্বাস।

হাজারো মসনদের পতন হয়েছে
জমাট পিচ্ছিল লাহু রোসে
এরাও বুকে শাহদাত পুষে
মরতে জানেনা মুখ ঠুসে।

এই কলোরব মিথ্যা নয়
সত্য ভাসছে এর স্লোগানে
দেশ আমার জাতী আমার
থাকবে জীবনে মরনে।