কতো চিনহিবো আর মানুষ
ল্যাবাস টাইন্যা হিঁচরা,
যাকে যাকেই চিনতে গেণু
বারহাই খালি ইঁচড়া।

চিনতে বুঝতেই বয়স যাইছে
ত্যা-পহার গরাইছে রাইতে,
রাইত হইলেই হালল সবি
মুখ মারছো তাই গুতে।

দিনের দারুন হুজুর তুমি
রাইতে আইলে হও ভোমর,
দিনে যাকে  ছি...ছি.. করো
রাতে ডোমিনির বুকে দেও কামর।

হারাম হালালের ল্যাবাস করো
দেও বড় বড় লেকচার,
জামাতের বাঁশ বিক্রি কইরা
দেখ ইংলিশ পিকচার।

সুরমা লাগাও জুম্মাবারে
আতর মাখো রোজ,
প্রতিবেশি না খাইয়্যা ঘুমাই
নেও না একবার খোঁজ।

মারামারি করো মসজিদ লিয়্যা
ভুল ধরো তুমি খাদেমের
চরিত্র দেইখ্যা মনেই হয়ন্যা
বাচ্চা তুমি আদমের।

ভাগ কইরাছো মা কে তোমার
বাপ বাঁইচ্যাছে মইরা
শান্তি পাব,শুনবো যে দিন
বেটা তোমাকে ধুইয়্যাছে ঝাইড়া।