দেখিস আর ফিরবোনা ও পথে
যে পথে তুই অপেক্ষায় থাকিস
দু'চোখ ভরা আশা নিয়ে তুই
আহ্লাদ গুলো মাখিস।

শুধু তোর হাসি কেড়ে নিবো
কেড়ে নিবো শাড়ির লাল রং
নাখের নোলক,কমরের বিছা
কেড়ে নিবো বিলাসী যতো ঢং।

তোর চোখেই বারি গড়াবো
মুছে দিবো কাজলের কালি
নিংরে নিবো সব প্রতিশোধ
দু'হাত থাকবে তোর খালি।

চুরি হবে তোর রাতের ঘুম
ডাকাত পরবে তোর স্বপ্নে
হয়তো তুই বুঝবি তখন
রেখে ছিলাম তোকে কি যত্নে।

ফিরবোনা আর তোর রাস্তায়
দেখবিনা আর এই মুখ
দূর থেকেই দেখবো আমি
তোর জীবনের যতো সুখ।