আমারে তোর পাপে ধরছে
বিন্নে বেলাই তোর খোয়াব!
খোয়াবে খোয়াবে মিল্লাও
যদি হইতো একটু সোয়াব।

চাঁন্দের আলো নামে রোজ
মাটির মাদুরের উপরে
আসমান ঘুরে,আবার দোলে
আস্তে কইরা খোয়াব নামাই।

হেই খোয়াবে তুই রোজ
কেমনে আসো?
আলগা কইরা লইয়া যাও
শুধু দেহ পইরা রই।

খোয়াবেই শুধু হাসিস তুই
কাঁন্দিস ও রোজ খোয়াবে
একলাই হয়তো থাকবি একদিন
যহন চাঁন্দের রূপ খোয়ে যাবে।

কতো চাঁন্দের শত রূপে
বুনছি সুখের,সখের গল্প
আইত পোহাইছে গল্প বুইন্না
মনে হইছে তবুও অল্প।