অহোনো তোমারে চেনা হইলো না আমার
এই হাউস আমৃত্যু থাইক্কা যাইবো
মরনের কালে যদি দেখা হয়
কানের কাছে ফিস...ফিসাইয়া কইও
তুমি কে ছিলা আমার?

যদিও শুইন্ন্যা সুখ বোধ হইবো না আমার
তবুও শুনবো শেষ সময়ের হাউস কইতে পারো!
মৃত্যুর দূত অপমৃত্যু দিয়া আমারে নিবো
এইডা ঝিমাইয়া ঝিমাইয়া ভাবতাছি।

তোমারেও লগে লইতে চাই আমার মন
শেষ ইচ্ছাটা মৃত্যুর দূতের কাছে স্বাধছি।
আমারে হ্যাঁ কোইয়া কেউ বুকে নিলো না
মৃত্যুর দূত বেডাও তোমাগো মতোই।

আমি তোমারেও লইতে চাই আমার লগে
তুমি যাইবা,যাইবা আমার লগে?
দু'হাত কিন্তু খালিই থাকবো আগের মতই
তুমি আইবা কি?আইবা না বোধহয়!

তোমারে এই সাদা কাপর ছারা দেওনের
আর কিস্সু নাই,দিতে পারমুও না!
ফিট সাদাই তোমারে খুব মানাই
আগে কোইনি,যদি আবার চেইত্তা যাও!

এই সাদাতে আমারেও হয়তো মানাবো
সাপটা ইস্তারী করা স্কুল সার্টের মতো
যখন আমগো দিগন্ত ছিলো নীল
স্বপ্ন জুইড়া বুইন্না গেছি লাল শাপলার বিল।

ভালা কইরা,বুইঝা ধইরো এবার হাত
ফের জিগাইয়ো না আমার মোতি কি?
এহানে আইতে রোজ রাইত হইবোনা
আর ঘুম ভাঙ্গামুনা দোয়েল ডাকা ভোরে।

রাইন্ধ্যা বাইরা বইয়া থাকা লাগবো না
আমার ঘামের গন্ধও পাইবানা মোটেও
সহ্য করা লাগবো না আমার রোগের
প্রত্যাক রাতের আহাজারি।

ওই হানে নাকি সূর্য ওঠেনা
রাত-দিন দোনোডাই আন্ধার আর আন্ধার
ও তুমিতো আবার আন্ধারে ডরাও
আমারে পাশে না পাইলে ডাওরে চোখ ভরাও।

তুমি আইসো না,আইসো না আমার লগে
এডাই উত্তম হইবো তোমার জন্য
আমারে ভুইলো না,ভুইলো না আমারে
তোমার জীবনের বড় ভুল ভাইব্বা
মনে রাইখো আমারে।