শক্তি ডানা পালক ও ছিলো ,
ধারালো নখ, শক্ত ঠোঁট,
বদ্ধ ঘরে বন্দি খাঁচায়
ফ্যাকাসে মুখে , শূন্য আকাশে ,
রাজ শিকলে বন্দি , তবু
বন্ধু , তোমারই আশায়, স্বপন জাগায়
ছিড়বো শিকল ,ভাঙবো দার
ভাঙবো তোমার কারাগার
ভেঙে খাঁচা উড়বো আমি
আমার আঁখি , কে দিবে ফাঁকি
ইচ্ছে করেই দিয়েছি ধরা
রাজাকার মিছে হাসছ
ছিনিয়ে নেবো আমার প্রাপ্য
ফিরিয়ে দেব সবার গ্রাস
মিছে বেড়া জাল, মিছে মানচিত্র
মিছে তোমার শাসন -শোষন
মৃত্যু সত্যি আর সত্যি
লোহা পাথর আর আগুন
জঙ্গল মঙ্গল সবুজ পৃথিবী
উদার আকাশ আমাতে তুমি
তোমাতে আমি