এখন সময় এসেছে দারুন
বৃষ্টি হয়ে ঝরে পড়ার।
ঝড়ের গতি বাহনে
ছেদ করে দাও ধরা ধাম।
ধুয়ে নাও ব্যথা যত।
তোমার আকাশে জমা মেঘ
কুচকুচে কালো আঁধার।
এখন সময় এসেছে দারুন
বজ্র হয়ে ধেয়ে যাওয়ার।
মাঝে মাঝে শুনি শব্দ কিছু
আর চিক্ চিক্ আলোর ঝলক।
এবার স্বাগত, সক্রিয় হও ,
ধ্বংস করে দাও দুঃখ কষ্ট।
তোমার চোখে দেখেছি আগুন,
এখন সময় এসেছে দারুন
উত্তপ্ত লাভা ছড়িয়ে দাও।
দাবানলে দহন হোক পাশব।
সৃষ্টি হোক আর এক নতুন পৃথিবী।