সুক পাতায় যে সূখ আছে
তা কি শব্দে প্রকাশ করা যায় !
সুক পাতাই প্রথম বড় হতে শিখিয়েছে
লাল সাদা সুতোয় সে তার পরিচয় দিয়েছে
বাবু মাঝে মাঝেই এসে বলতেন
সুখেন কাজ টা ভালো করে শিখে নে
সংসারের হাল ধরতে পারবি
সুক পতাতেই সুখ আছে যে !
পাতা গুলো ছেঁটে কেটে গুছিয়ে
ধুলো থেকে কুলোয় সাজিয়ে
মসলা ভরে ভাঁজ করে মুড়ে
মুখ টা ঠেসে দিয়ে
কয়েক প্যাঁচ সুতো ঘুরিয়ে
তার পর ফাঁস! ব্যাস
এই ফাঁস দেয়াটা শিখতে পারলে
ফাঁস দেওয়া থেকে বেঁচে যাবো।
এই টুক শিখতে পারলেই
দুবেলা দু মুঠো অন্ন জুটে যাবে !
সুক পাতায় এত সুখ?
কি এমন জাদুর কাঠি এই পাতায়?
সুখ খুঁজতে খুঁজতে মানুষ গুলো
ধনুকের মত বেঁকে গেছে
তবু খুঁজে চলেছে , সাথে আমিও
অবাক হয়ে দেখেছি সুক পতার বাহার
ক্লোরোফিল গুলো শুকিয়ে
অদ্ভুত খাকী রঙ ধারন করেছে।
হ্যাঁ খাকী রং , সাহস জোগানোর রং
তার শিরা উপশিরা আর মখমলের প্রলেপ
তার গন্ধে মোহিত হয়ে যাই
তার রূপ পাগল হয়ে যাই
সারি সারি বাঁধতে পারলেই
দিন শেষে নুন আর চালের জোগাড়
এ তো সত্যিই সুখের পাতা।