হেমন্তের কুয়াশার মতো হিমেল পরশ
আবছা আলো ধোঁয়াময় সরাইখানা।
ধরায় সুরার ঝর্না ,লাল পানির বৃষ্টি,
পোড়া মাংসের  গন্ধ আর নূপুরের শব্দ।
আবদ্ধ ঘরে শ্বাসরুদ্ধ লজ্জার।

অতিরিক্ত কাপড় পরিত্যাগ করে,
স্বল্প বাসনা নৃত্যের জন্য প্রস্তুত।
গ্লাসে বরফের টুকরো ,
মিহীন আলোয় হীরার মতো জ্বলছে।  
আর জ্বলছে কামুক চোখ।
উসুল করে নিতে চায়  প্রত্যেক নোটের মূল্য।

পৃথিবীর ভিতরে আর এক  পৃথিবীর সন্ধান।
সম্মিলিত ভাবে একটাই চাওয়া ,
দর কষাকষি কেবল কাঁচা মাংসের।
কোথায় জাত, কোথায় ধর্ম
কোথায় লড়াই , কোথায় হিংসা?
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটাই দাবি?
সরাইখানায় শরীরের নিলামী।