লোকটা দীর্ঘক্ষণ ঝুঁকে আছে
মাটির দিকে তাকিয়ে আছে
কিচ্ছু একটা তোলার চেষ্টায়।
পথচারী পায়চারী করছে
সেনা গুলো চেনা চেনা লাগছে
বারুদের গন্ধে সন্দেহ জাগে
ক্লান্ত শরীর ভীষণ তেষ্টায়।
তবু কিছু একটা তোলার চেষ্টা।
রোদে পুড়ে তামাটে হয়ে গেছে
শরীরের বাইরে শিরা গুলো
ডেলা ডেলা উচু হয়ে আছে।  
অভিকর্ষ তার সমস্ত ক্ষমতা
একত্রিত করে লোকটার বিরুদ্ধে।
তবু আপ্রাণ চেষ্টা
কিছু একটা তুলতে চায়।
কপাল থেকে অনেকটা গর্তে
কিছুটা আঁধারে চিক চিক করছে
তার শীতল শুকনো চোখ দুখানা।
লোকটার বয়েস আনুমানিক
চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর
কয়েক হাজার ও হতে পারে।
তবু চেষ্টার ক্রুটি  নেই খামতি নেই।
প্রচেষ্টা শুধু নয় ,
হাজার বার তোলার চেষ্টা করছে।
আবার মাটিতে পড়ে যায়।
লোকটা  কি তোলার চেষ্টা করছে?
এতো সময় লাগছে কেনো?
এত ভারী কেন ?
তাহলে লোকটা কি হেরেই যাবে?
লাশ টা কি তাহলে শকুনে !
যে সন্তান কাঁধে চড়ে ঘুরতো
আজ সে এত ভারী ?